Site icon janatar kalam

কংগ্রেস সিপিআইএম নেতৃত্বদেরকে মাথামুণ্ড করে প্রায়চিত্ত করার নিধান দিলেন বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস সিপিআইএম নেতৃত্বদেরকে মাথামুণ্ড করে প্রায়চিত্ত করার নিধান দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বলেন বীরচন্দ্র মনুতে শ্রীদাম পালের শহীদ বেদীতে সিপিআইএম আর শান্তিরবাজার ও মনু বাজারে কংগ্রেসের শহীদবেদী গুলিতে কংগ্রেস গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। কংগ্রেস সিপিআইএম এবার প্রকাশ্যে বন্ধুত্বে এসেছে।গণতন্ত্র বাঁচানোর দোহাই দিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছে। যাদের নিজেদের দলের ন্যূনতম নৈতিকতা নেই তারা আবার মানুষের কাছে ভোট চায় কি করে। প্রশ্ন ছুড়ে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বলেন এই দুই দলের নেতৃত্বরা এতদিন লুকিয়ে লুকিয়ে এবার প্রকাশ্যে বন্ধুত্ব এসেছে। সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার আগে তাদেরকে আগে প্রায়শ্চিত্ত করতে হবে মাথা মুন্ডু করে। বিপ্লব দেব এ দিন কমিউনিস্টদের প্রকাশিত মেনু ফেস্টুর তীব্র সমালোচনা করে বলেন, বিজেপির পাঁচ বছরের শাসনের যা যা দিয়েছে সাধারণ গরিব মানুষদেরকে শুধুমাত্র তার পেছন দিক দিয়ে লিখে দিয়েছেন আমরা আসলে তা বাড়িয়ে দেব। নতুন কোন আশার বাণী রাখতে পারেনি এই দল। বিলোনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে এদিন রীতিমতো ঝড় তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সাধারণ ভোটারদের তিনি উভয় দিয়ে বলেন পুনর্বার দ্বিগুনা আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি।

Exit mobile version