১২দফা দাবীর ভিত্তিতে দুদিনের ব্যাংক ধর্মঘট পালন করেছে ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। শুক্রবার ধর্মঘটে এই উনিয়নের এক নেতা জানান ,১২ দফা দাবীর মধ্যে উল্লেখযোগ্য দাবি হল একাদশ বেতন চুক্তি দ্রুত সম্পাদন করা, ফ্যামিলি পেনশন ও পেনশন আবগ্রেশন করা।
দুদিনের এই ধর্মঘটের পর যদি কেন্দ্রীয় সরকার কুনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী ১১,১২,১৩ই মার্চ ধর্মঘটে যাবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন।এর পরেও যদি সরকারের তাহলে ১লা এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে বসবেন বলে জানান ইউনিয়ন এর একজন নেতা বিমান তালুকদার।