জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকায় মহিলা মহাবিদ্যালয়, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস গড়ে তোলার লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি মনোনীত প্রার্থী কিশোর বর্মন। বলেন জয়ী হলেই অগ্রাধিকারের ভিত্তিতেএই তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রচার চলছে জোর কদমে। বুধবার ২১ নলছড় বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর বর্মনকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দক্ষিণ নলছড় মধ্যপাড়া 41 নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেছে কর্মী সমর্থকরা। এদিনের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে জনগণ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান কিশোর বর্মন। বলেন জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত ভারতীয় জনতা পার্টি।কিশোর বর্মন আরওবলেন, 21 নলছর বিধানসভা কেন্দ্রে একটি মহিলা কলেজ ফায়ার সার্ভিস ও থানার প্রয়োজন রয়েছে। নির্বাচনী জয়ী হয়েই প্রথম এই তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মনোযোগী হবে। নলছড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর বর্মন ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে ঝড় তুলে চলেছেন বলে জানা যায়।