জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২রা ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত হবে কোন কেন্দ্রে কতজন প্রার্থী রয়েছে। এর মধ্যেই মনোনয়নপত্র দাখিল এর কাজ শেষ করে রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে জোরদার প্রচারে নেমে পড়েছেন। এক্ষেত্রে যেন অন্যদের টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নির্বাচন ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আসাম ও মনিপুরের মুখ্যমন্ত্রীদের পাশে নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে নিজের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট দায়ের করলেন মুখ্যমন্ত্রী। এবার পালা ঝড়ো ভোট প্রচারের। আর সেই লক্ষ্যেই পুরোদমে ময়দানে নেমে পড়লেন এখন তিনি। মঙ্গলবার এমনটাই দেখা গেল মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র জয়নগর এলাকায়। দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন বাড়ি বাড়ি ছুটে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির রিপোর্ট কার্ড ভোটারদের হাতে তুলে দিয়ে ফের রাজ্যে উন্নয়নের স্বার্থে বিজেপি সরকার গঠনের জন্য পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান রাখেন তিনি। প্রচারের ফাঁকেই মুখ্যমন্ত্রীএদিন দলের বিক্ষুব্ধদের মনোনয়ন দাখিল করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন এসব কিছু ছোটখাটো জট। আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এর সমাধান করা হবে। এর পরও নির্দল প্রার্থী কোন প্রভাব পড়বে না দলীয় প্রার্থীদের জয়ের ক্ষেত্রে। এমনটাই দৃঢ় প্রত্যয় করলেন মুখ্যমন্ত্রী।