Site icon janatar kalam

নতুন ভোরের সূর্যের অপেক্ষায় সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন ভোরের সূর্যের অপেক্ষায় রয়েছে কংগ্রেস দল। শাসক বিজেপিকে উৎখাত করে সরকার ঘটনার দিকে এগোচ্ছে কংগ্রেস। মনোনয়নপত্র দাখিল করে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা করল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। সকাল থেকেই দলীয়কর্মী সমর্থকরা এককাট্টা হয়ে সুদীপ রায় বর্মনের মিছিলে সামিল হয়েছে।প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনে নজর কাড়া কেন্দ্র গুলির মধ্যে অন্যতম কেন্দ্র হল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র। নিজের খাস তাল্লুক বলে পরিচিত কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সুদীপ রায় বর্মন। নজরকাড়াএই শাসক বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দিতা করছে দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত।মনোনয়নপত্র দাখিল করার পর যদি প্রায় বর্মন বলেন এখন শুধু অপেক্ষায় নতুন ভোরের সূর্যোদয়ের। এদিন সিপিআইএম কংগ্রেস জোট প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন জোট নয় সিপিআইএম এর সঙ্গে শুধু আসন ভাগাভাগি হয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমে ১৭ টি আসনে প্রার্থী দিলেও মোট 16 টি আসন থেকে লড়ছে কংগ্রেস দল। ২০২৩ বিধানসভা নির্বাচন কংগ্রেস ও সিপিআইএম দলের কাছে সত্যিকারের অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছে | যেখানে শাসক বিজেপি দল একাই ৫৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ,সেখানে কংগ্রেস, সিপিআইএম, আরএসপি, ফরোয়ার্ড ব্লক মিলেমিশে ৬০টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। সে ক্ষেত্রেও প্রকাশ্যে চলে এসেছে অনৈকের বার্তা। তবে শেষ কথা বলবে ভোটের ফলাফল।

Exit mobile version