Site icon janatar kalam

ফের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট একটি কেন্দ্র হল ৮ নং টাউন বড়দোয়ালী। এই কেন্দ্র থেকে এবারো শাসক দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংসদীয় রাজনীতিতে প্রবেশ করে এই কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রথমবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য এখন একটাই নিজের জয়ের ধারা বজায় রেখে রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রার্থী হিসেবে নিজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর রবিবার সরকারি ছুটির দিন প্রথমবারের মতো বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন তিনি। যদিও প্রার্থী তালিকা ঘোষণার আগেই সম্ভাব্যপ্রার্থী হিসেবে কর্মী সমর্থকদের নিয়ে গণদেবতাদের দরজায় কাড়া নাড়তে শুরু করেন। এবার শুরু হলো আনুষ্ঠানিকভাবে প্রচার। নিজের বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় সাত সকালেই প্রচারে নামতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের রিপোর্ট কার্ড ভোটারদের হাতে তুলে দিয়ে ফের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

Exit mobile version