জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৩ বছরে পদার্পণ করল আগরতলা কালচারেল একাডেমি। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সুর ও ছন্দের লহরী নামক এক বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা কালচারাল একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা কালচারাল একাডেমীর ভুয়সি প্রশংসা করেছেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শ্রী বিশ্বাস বলেন ,এই ধরনের কালচারাল একাডেমী গুলি থেকেই রাজ্যের প্রতিভাবান শিল্পীরা বেরিয়ে আসছে।একটা কালচারাল অর্গানাইজেশন ২৩ বছর ধরে রাখা চারটে খানি কথা নয়। তথ্যসংস্কৃতি দপ্তরের অধিকর্তা আগরতলা কালচারাল একাডেমীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা বিশেষ করে তবলা বাদকরা তাদের শ্রেষ্ঠ উপহারটুকু তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট তবলা বাদক জওহর ব্যানার্জি। প্রসঙ্গত আগরতলা কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা অনুপ দেবনাথ দীর্ঘদিন ধরে এই একাডেমিতে সাংস্কৃতিক চর্চা করছেন।