Site icon janatar kalam

জিরো ভায়োলেন্সে হবে নির্বাচন :কিরণ গিত্তে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরো ভায়োলেন্সে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন। সারা রাজ্যে এ বছর নতুন ভোটারের সংখ্যা ১৭ হাজার। জাতীয় ভোটার দিবসে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে ত্রিপুরা নির্বাচন দপ্তর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয় এবং নতুন ভোটারদের ভোটার পরিচয় পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে, মুখ্য সচিব জে কে সিনহা,ডিএম সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিততে জানান এ বছরের নির্বাচন জিরো ভায়োলেন্সে করতে চলেছে নির্বাচন কমিশন। তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্যে। নির্বাচনী আধিকারিক আরো জানান, এ বছর নতুন ভোটারের সংখ্যা সারা রাজ্যে ১৭ হাজার। যাতে নিজেদের মত দান প্রয়োগ করতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে কমিশন। এদিন একজন নতুন ভোটার নির্বাচন কমিশনের কাছে আপিল করে জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে ভোটদান কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইন না ধরতে হয় সেই ব্যবস্থা যাতে কমিশনের উদ্যোগে নেওয়া হয়। জাতীয় ভোটার দিবসে সমস্ত নতুন ভোটারদের ভোট দান সম্পর্কে সচেতন করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বক্তারা। ভোট দান একজন নাগরিকের নৈতিক কর্তব্য বলে জানিয়েছেন কমিশন।

Exit mobile version