Site icon janatar kalam

রাতেই ঘোষণা হতে পারে বিজেপি জোট, দিল্লিতে উড়িয়ে নিয়ে গেল মথার এক প্রতিনিধি দলকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জোটের পথে বিজেপি ও তিপরা মথা দল। দিল্লিতে উড়িয়ে নিয়ে গেল মথার প্রতিনিধি দলকে। সবকিছু ঠিকঠাক থাকলে রাতেই ঘোষণা হয়ে যেতে পারে জোটের বার্তা। আসামে বৈঠকের পর এবার চূড়ান্ত বৈঠক বসেছে দিল্লিতে। বোবাগ্রা আগেই পৌঁছে গিয়েছে দিল্লিতে অমিত শাহের দরবারে। সকালের বিমানে দিল্লিতে উড়ে গেলেন জগদীশ দেববর্মা, অনিমেষ দেববর্মা, বিজয় কুমার রাঙ্গল, চিত্ত দেববর্মা স্বস্ত্রীক মেবার কুমার জমাতিয়া।২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির দলের সাথে জোট করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। যদিও জোট নিয়ে তিপরা মথাদলের ভিতরে প্রচন্ড চাপা ওতোর চলছে। দলের বৃহৎ একটা গোষ্ঠী চাইছে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়তে।একা পড়ে গেছে মহারাজ। ভেবে পাচ্ছে না সিদ্ধান্ত নেওয়ার। দলীয় নেতৃবৃন্দের চাপে পড়ে শেষ পর্যন্ত জোটের প্রতি হাঁটতে বাধ্য হবে বোবাগ্রা। দিল্লি যাওয়ার আগে এমবিবি বিমানবন্দরে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সাথে কথা বলে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। এদিন জগদীশ দেববর্মার কথায়ও জোট প্রসঙ্গে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। হয়তো গ্রেটার তিপড়া ল্যান্ডের দাবি থেকে সরে দাঁড়াতে পারে তিপরা মথা। এদিকে বিজেপি তিপরা মথা দলজোট হয়ে গেলে মহাবিপদে ফাঁসবে সিপিআইএম ও কংগ্রেস।এমনিতেই দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্য শুরু হয়ে গিয়েছে বলে জানা যায়। শেষ পর্যন্ত এই জোট থাকে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।

Exit mobile version