Site icon janatar kalam

বহু বছর ধরে বনমালী পুরের যুবকরা কর্ম সংস্থান সহ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে : শান্তুনু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন । আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছে তৃনমূল কংগ্রেস দল । প্রতি দিনের মত মঙ্গলবার সকালে নয় বনমালী পুর বিধানসভা কেন্দ্রের অধীন চিত্তরঞ্জন রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচার করে দলের কর্মী সমর্থকরা ।তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পায়ে ধরে আশীর্বাদ নিয়ে এদের কাছে ভোট চায়। প্রচার করার সময় দলের সম্ভাব্য প্রার্থী শান্তুনু সাহা বলেন বলেন, বহু বছর ধরে বনমালী পুরের যুবকরা কর্ম সংস্থান সহ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে ।বর্তমান সরকারের আমলেও যুবকরা বঞ্চনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। তাই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বে সরকার গড়ে যুবকদের জন্য কিছু করতে চাই বলে ওই যুব নেতৃত্ব জানায়।নির্বাচনে তাদের জয় হবেই বলে সে জানায়।

Exit mobile version