জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আজ থেকে ৫২ বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আত্মপ্রকাশ হয়েছিল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের। সোমবার সংগঠনের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস। বিগত দিনের মত এবারো নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেডারেশনের নেতৃত্ব উদযাপন করলেন সংগঠনের প্রতিষ্ঠা দিবসটি। কেন্দ্রীয়ভাবে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবন চত্বরে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি নেতাজির জন্ম জয়ন্তী ও উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন শীর্ষ নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন রাজ্যের কর্মচারী আন্দোলনের অন্যতম নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মচারী নেতা শান্তির রঞ্জন দেবনাথ বলেন, গত পাঁচ বছরের রাজ্যের গণতন্ত্র ধ্বংস। আইনের শাসন বলতে কিছুই নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদের পাশে রয়েছে কর্মচারী ফেডারেশন। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। রাজ্যের মানুষ সাম্প্রদায়ী বিশ্বাসী নয়। তাই ফেডারেশন চাইছে রাজ্যের মানুষ যাতে ধর্মনিরপেক্ষ, সম্প্রদায়িক ও গণতন্ত্রপ্রেমী একটি সরকার প্রতিষ্ঠা হয় রাজ্যে। সেই লক্ষ্যেই আগামী দিন কাজ করবে ফেডারেশন।