জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন তেজী হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। বিরোধী দল বামেরা দীর্ঘদিন নিজেদের প্রত্যাশা অনুযায়ী সাংগঠনিক কর্মসূচি করতে না পারলেও, এখন যেন পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্যের সর্বত্রই নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে উঠেছে। কারণ
এবারের এই নির্বাচন বামেদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই বলে মনে করছেন রাজনৈতিক মহল। তাই এই অস্তিত্ব রক্ষার্থে আসন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেই প্রতিদ্বন্দ্বিতায় নামবে বামেরা। ইতিমধ্যেই তার জানান দিয়েছেন দুই দলের রাজ্য নেতৃত্ব। তবে এখনো উভয় দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত না হলেও, দুই দল কখনো ঐক্যবদ্ধ আবার কখনো কখনো পৃথক পৃথকভাবেই ময়দানে নেমে নিজেদের প্রচার সংঘটিত করে চলেছে। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া এলাকায়। এদিন সিপিআইএম আড়ালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে পঞ্চবটি বাজার থেকে এক লাল ঝান্ডার মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সুব্রত চক্রবর্তী, নারায়ন দেব, বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব।