জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্বিতীয়বারের মতো ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। কারণ নির্বাচন ঘোষণা হবার আগে থেকেই বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। আর এ থেকেই স্পষ্ট দলের হাই কমান্ডের কাছ থেকে বার্তা পেয়েই তিনি জয় সুনিশ্চিত করতে অনেকটা আগাম ময়দানে নেমে পড়েছেন। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে এখনো তেমনভাবে ময়দানে নামেনি সম্ভাব্যপ্রার্থী থেকে শুরু করে দলীয় কর্মীরা। এই জায়গায় যেন অনেকটা ব্যতিক্রম, রাজ্যের হেভিওয়েট কেন্দ্র বলে পরিচিত ৮ নং টাউন বড়দোয়ালী। গত উপ নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী বিধায়ক তথা মুখ্যমন্ত্রী প্রতিদিন বাড়ি বাড়ি ছুটে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলি তুলে ধরে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের কাছে আহ্বান রাখছেন। মুখ্যমন্ত্রীর এই ঝড়ো প্রচারে সফর সঙ্গী হচ্ছেন স্থানীয় নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা। শনিবার এমনটাই দেখা গেল এই বিধানসভা কেন্দ্রের ২০ ও ৩২ নং ওয়ার্ডে। এদিন বাড়ি বাড়ি প্রচারকালে সাধারণ ভোটারদের কাছ থেকে নানা প্রশ্নেরও সম্মুখীন হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আবার অনেকেই মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে চোখে মুখে আভাসে বুঝিয়ে দিলেন তার সাথেই আছেন তারা। তবে একাংশ ভোটারদের প্রশ্নের জবাব কৌশলে দিয়ে তাদের আশ্বস্ত করছেন সরকার পুনঃ প্রতিষ্ঠিত হবার পর সমস্যাগুলি দ্রুত সমাধান করার।