জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি। ভারতীয় নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হল শনিবার। আর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়েই শুরু হয়ে গেল মনোনয়নপত্র জমার কাজ। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে এবার অনলাইনের মাধ্যমেও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে ২রা ফেব্রুয়ারি।এরপরই চূড়ান্ত হবে কোন বিধানসভা কেন্দ্রে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হলেও গণনা হবে ২রা মার্চ।