জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গুন্ডা গিরি আর সন্ত্রাস করে কংগ্রেসকে রোখা যাবেনা। গোটা রাজ্যে গুন্ডাগিরি আর সন্ত্রাস রুখতে জন্য প্রস্তুত আছে যুব কংগ্রেস ওএনএসইউ আই। মন্ত্রী রতন নাথের বাড়ির সামনে বিক্ষোভ সংগঠিত করে স্পষ্ট জানালেন যুব কংগ্রেস ও এনএসইউআই নেতৃবৃন্দ। মোহনপুরে কংগ্রেসের প্রচার সজ্জার গাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে সোমবার মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথের বাড়ি ঘেরাও করে যুব কংগ্রেস ও এন এস ইউ আই।নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব এহসান আহমেদ খান।ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও যুব কংগ্রেস এন এস ইউ আই কর্মী ও নেতৃবৃন্দের মধ্যে গ্রেপ্তার নিয়ে ধস্তাধস্তিতে অল্পবিস্তার আহত হয় যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। এদিন যুব কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব জানান যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী রতন নাথ তার সুস্থ জবাব দেবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও করে রাখা হবে তার বাড়ি।এদিনের আন্দোলনে পুলিশ যুব কংগ্রেস ও এনএসইআই কর্মী সমর্থকদের শান্তিপূর্ণভাবে গ্রেপ্তার বরণের আহ্বান জানিয়েছিলেন। পুলিশের আহ্বানে সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে একপ্রকার ধস্তাধস্তি করতে হয়েছে এন এস ইউ আই ও যুব কংগ্রেসকর্মী সমর্থকদের সাথে। এন এস ইউ আই নেতা সম্রাট রায় এদের মন্ত্রী রতনলাল নাথকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে শক্ত হাতে মোকাবেলা করবে এনএস ইউ আই। আন্দোলনরত যুব কংগ্রেসের অপর নেতা মোঃ শাহজাহান ইসলাম মন্ত্রী রতন লাল নাথকে এবারের বিধানসভা নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন। যুব কংগ্রেস ওএনএসইউআই নেতৃবৃন্দ মন্ত্রী রতন নাথের বিরুদ্ধে শ্লোগান মুখর করে তোলে বিক্ষোভস্থল।রতন লাল নাথকে ব্যর্থ মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে যুব কংগ্রেস। যুব কংগ্রেস ওএনএসইউআই এর বিক্ষোভ আন্দোলন কর্মসূচির জন্য বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়েছিল শহরের যানবাহন। যদিও পরে পুলিশ তাদের এরেস্ট করে এডি নগর নিয়ে যাওয়ার পর স্বাভাবিক হয়ে যায় যান চলাচল।