৩০শে জানুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় সরকার অসম সরকার ও বুরুল্যান্ড জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মাননীয় সাস্থমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তিপত্রে বুরুল্যান্ড টেরিটোরিয়েল কাউন্সিলের নাম পরিবর্তন করে বুরুল্যান্ড রিজিয়ন করা হয়েছে। বৃহস্পতিবার আই এন পি টির সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে আই এন পি টি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানান যে বুরুল্যান্ড কাউন্সিল এলাকায় ল্যান্ড প্রোটেকশন অব পাওয়ার রেজিস্ট্রি করা হয়েছে। তাছাড়া শ্রী দেববর্মা আরও জানান বিধানসভায় এডিসির জন্য নিজস্ব আলাদা বাজেট থাকে এর পরে ও কেন্দ্রীয় সরকার তিন বছরের জন্য এক হাজার পাচশ কোটি টাকা বরাদ্দ করেছে বুরুল্যান্ড রিজিয়ন কাউন্সিলের জন্য। উত্তর পূর্বাঞ্চলে ১০টি জেলা পরিষদ রয়েছে এর মধ্যে ৯টি জেলা পরিষদকে বাদ দিয়ে শুধুমাত্র বুরুল্যান্ড রেজিয়ানাল কাউন্সিলের সাথে চুক্তিপত্র করেছেন কেন বলে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন তিনি।
Leave a Comment