জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এবছর স্বামীজীর ১৬১ তম জন্ম জয়ন্তী। বিগত বছরের মত এবারও রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজীর জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হয়। তবে সরকারিভাবে এবারও রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বিবেক উদ্যানে। রাজ্য সরকারের বিদ্যালয়ের শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, আগরতলা পৌরনিগম, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি ও আগরতলা বিবেকানন্দ যুব মহামন্ডল এর উদ্যোগে এবং বিবেক নগর রামকৃষ্ণ মিশনের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি এস সি দাস সহ আরো বিশিষ্টজনেরা। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিবেক জ্যোতি প্রজ্জ্বলিত করে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা।