Site icon janatar kalam

নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে আসেন মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা দুদিনের রাজ্য সফরে এসে প্রথমেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সাথে দফায় দফায় বৈঠকে মিলিত হন। রাজনৈতিক দলগুলির নেতৃত্ব নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জুরালো দাবি করেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার। দুই দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার রাজ্য নির্বাচন দপ্তর আয়োজিত বিশেষ প্রচার কর্মসূচিতে অংশ নেন মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার সহ কমিশনের অন্যান্য সদস্যরা ও রাজ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্যে। এদিন আগরতলা উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে আয়োজিত বিশেষ এই প্রচার কর্মসূচিতে নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। পরে নির্বাচনের উপরে একটি প্রদর্শনীর উদ্বোধন করে ঘুরে দেখেন মুখ্য নির্বাচন কমিশনার সহ উপস্থিত অতিথিরা।

Exit mobile version