জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ বিজেপি আয়োজিত জনবিশ্বাস যাত্রার অন্তিম দিনের কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার রাতেই রাজ্যে আসেন দেশের বিখ্যাত চিত্রাভিনেতা তথা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বুধবার পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাবার আগে আগরতলায় অল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হোন তিনি। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন আমি নিজের জন্য রাজনীতি করি না। মানুষের জন্য কথা বলতেই রাজনীতি করা। ত্রিপুরায় যে উন্নয়ন হয়েছে সেটা এখন উপভোগ করুক এই রাজ্যের মানুষ। আগামী পাঁচ বছরের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য হতে চলেছে ত্রিপুরা।