জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই রয়েছে রাজ্য রাজনীতিতে মহা সংগ্রাম। একদিকে প্রশাসনিক প্রধান, অন্যদিকে রাজ্যের আসন্ন বিধানসভার নির্বাচন। এই দুই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ক্লান্তিহীন মনোভাব নিয়ে মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন শুধুমাত্র রাজ্যে দ্বিতীয়বার সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে এক ভিন্ন চেহারায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন শত ব্যস্ততার মধ্যেও সাময়িক সময়ের জন্য তিনি ফিরে গেলেন পুরনো পেশার ছন্দে। নিজ দলের এক যুবনেতার সন্তানের দাঁতের অপারেশন নিজের হাতে এবার করলেন মুখ্যমন্ত্রী। হাঁপানিয়া হাসপাতালে নিজের পুরনো কর্মস্থলেই সহকর্মীদের সহযোগিতায় অক্সিত ঘোষ নামে নয় বছরের এক শিশুর দাঁতের সফল অপারেশন করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এভাবে পুরনো ছন্দে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা।