Site icon janatar kalam

১৩৬ টি এস এইচজিকে ৫হাজার টাকা করে দিয়ে মহিলাদের জন উচ্ছ্বাসে ভাসছে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রানির বাজার মিউনিসিপ্যাল এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে ১৩৬ টি এস এইচ জি গ্রুপকে ৫,০০০ টাকা করে অর্থরাশি প্রদান করেছে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী বলেন , প্রতি গ্রুপে ১০ জন করে মহিলা সদস্যা আছেন, যাঁরা নিরন্তর সমাজের উত্তরণের জন্য কাজ করে চলেছেন। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের নারীদের আত্মনির্ভরতার প্রতি আরেকটি মাইলফলক স্থাপন করতে পেরে আমি আপ্লুত। রাজ্য সরকার নারী সশক্তিকরণের প্ৰতি অবিরাম কাজ করে চলেছে এবং প্রতিটি পদক্ষেপ তাঁদের সামাজিক ও অর্থনৈতিক উত্তরণের উদ্দেশ্যে এক একটি নতুন দিগন্ত স্থাপন করছে।

Exit mobile version