Site icon janatar kalam

সরকার চেষ্টা করছে রাজ্যের পুলিশ বাহিনীকে আরো উন্নত করার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছরের মত শুক্রবারও ত্রিপুরা পুলিশ সপ্তাহ যথাযোগ্য মর্যাদা য় উদযাপিত হয় এ ডি নগর পুলিশ মাঠে। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ত্রিপুরা পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উনার ভাষণে বলেন, পুলিশের সকল স্তরের কর্মীদের এখানে পুরস্কৃত করা হয়েছে l আমাদের সরকার চেষ্টা করছে রাজ্যের পুলিশ বাহিনীকে উন্নত করার l এখন আর আগের মত নেই যে, হোমগার্ড শুধু লাঠি নিয়ে কাজ করবে বা দাঁড়িয়ে থাকবে l এখন হোম গার্ড হাতে রাইফেল নিয়ে ডিউটি করছে l পুলিশ প্রশাসনের প্রতিটি পদে এখন কাজ ভাগ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান l

Exit mobile version