Site icon janatar kalam

ত্রিপুরায় আর কোনদিন কংগ্রেস কমিউনিস্ট ফিরে আসবেনা, ত্রিপুরায় দুবারা সরকার গড়েছে বিজেপি : অমিত শাহ

জনতার কলম ত্রিপুরা ধর্মনগর প্রতিনিধি :- কংগ্রেস সারাদেশে সমাপ্ত হয়ে গিয়েছে , আর কমিউনিস্ট সারা দুনিয়া থেকে সমাপ্ত হয়ে গিয়েছে। ত্রিপুরায় আর কোনদিন কংগ্রেস কমিউনিস্ট ফিরে আসবেনা। ত্রিপুরায় দুবারা সরকার গড়েছে বিজেপি। মোদিজীর নেতৃত্বেই ত্রিপুরা সরকার গড়বে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৮ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ত্রিপুরাকে হীরা দেবে। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়ার পর মোদি জি ত্রিপুরাকে হিরো দিয়েছে সঙ্গে মানিকও দিয়েছে। ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে রাজ্যের পূর্ব এবং বর্তমান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন বাস্তবায়িত করেছে রাজ্যের দুই মুখ্যমন্ত্রী। আগামী দিনেও নরেন্দ্র মোদির দিশাতেই চলবে ত্রিপুরা রাজ্য। সিপিআইএম আর কংগ্রেস ত্রিপুরার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে পৌঁছেছিল। ২০১৮ বিধানসভা নির্বাচনে ধ্বংসস্তূপ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা বাসীকে রক্ষা করে এনেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে মানুষের স্বপ্ন পূরণ করবে। এই রাজ্যে কংগ্রেস সিপিএম জোট করেও রাজ্যবাসীর কল্যাণে কিছুই করতে পারবেনা। কেননা তাদের মানুষ বর্জন করেছে। ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ১৩ লক্ষ মানুষের বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমা করে দিয়েছে। এক লক্ষ ৩০ হাজার বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। ৩ লক্ষ ৮০ হাজার মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।আড়াই লক্ষ কৃষকের একাউন্টে প্রতিবছর ৬০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে কাজ করে চলছে নিরলসভাবে। বললেন অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আর দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থেকে জনো বিশ্বাস রথ যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত এই রথ যাত্রার মাধ্যমে ২৩ বিধানসভা নির্বাচনের জয়যাত্রা শুরু করে গেলেন।

Exit mobile version