জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বৃহস্পতিবার। এ দিনই 2023 বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছে সিপিআইএম। সিপিআইএম চরিলাম বিধানসভা কেন্দ্রের লোকাল কমিটির উদ্যোগে এদিন এক প্রচার মিছিল সংঘটিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা আবু তাহের।সিপিআইএম নেতা আবু তাহের বলেন , শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এ দিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।