Site icon janatar kalam

ত্রিপুরায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ধর্মনগর ও সাব্রুমে অংশ নেবেন জনবিশ্বাস যাত্রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনবিশ্বাস যাত্রার সূচনায় আগরতলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। তিনি গতকাল বুধবার রাতে আগরতলায় আসবেন বলে স্থির হয়েছিল। কিন্তু, ঘন কুয়াশার কারণে তাঁর বিমান আগরতলায় অবতরণ করা সম্ভব হয়নি। ফলে, তিনি গুয়াহাটি চলে গিয়েছিলেন। আজ সকালেও ঘন কুয়াশার কারণে আগরতলায় আসতে তাঁর বিলম্ব হয়েছে। আগরতলায় পৌছে তিনি হেলিকপ্টারে সোজা ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

প্রসঙ্গত, আজ ধর্মনগরে এবং ২টায় সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। প্রথমে কদমতলা থেকে জনবিশ্বাস যাত্রার রথের সবুজ পতাকা দেখবেন তিনি। এরপর ধর্মনগরে জনসভা শেষে জনৈক কার্যকর্তার বাড়িতে দুপুরের আহার সারবেন তিনি। সেখান থেকে সাব্রুমে যাবেন। সেখানে জনবিশ্বাস যাত্রার সূচনা করে তিনি জনসভায় অংশ নেবেন।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে বিমান বন্দরে মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ সম্বিত পাত্রা অভ্যর্থনা জানিয়েছেন।

Exit mobile version