জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অপহৃত নাবালিকা কন্যা উদ্ধারের দাবিতে মেলাঘর সোনামুড়া রাস্তা অবরোধ করেছে হিন্দু নাগরিক সমাজ। অভিযোগ পুলিশের গাফিলতিতে দ্বিতীয়বার অপহৃত হয়েছে নাবালিকা কন্যা। উদ্ধারের প্রতিশ্রুতি না পেলে অবরুদ্ধ থাকবে রাস্তা। পুলিশি নিষ্ক্রিয়তার এবং মেলাগড় থানার ওসির বালখিল্যতায় দ্বিতীয়বার অপহৃত হল এক নাবালিকা কন্যা। পুলিশ প্রশাসনের এ ধরনের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে সরব হয়েছে হিন্দু নাগরিক সমাজ। বুধবার সকালে মেলাঘর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে মেলাঘর সোনামুড়া রাস্তা অবরোধের বসে পড়েছে হিন্দু নাগরিক সমাজের কর্মকর্তারা।উল্লেখ্য গত চার মাস আগে মেলাঘর ইন্দ্রনগর গ্রামের মিঠুন সাহার নাবালিকা মেয়েকে অপহরণ করে একটি নাম্বার বিহীন গাড়ি বাংলাদেশে পাচার করে দিয়েছিল। তখন দুষ্কৃতিকারীদের নামধাম দিয়ে পকসো আইনে পুলিশ এবং কোর্টে মামলা করা হয়েছিল। সেই সময় হিন্দু নাগরিক সমাজ এবং বাংলাদেশের কিছু স্বহৃদয় মানুষের সহযোগিতা নাবালিকা কন্যাটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিস্ময়ের বিষয় হল পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে নি। ফলে দুস্কৃতিকারীরা বুক ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এদিকে গত এক সপ্তাহ আগে মেয়েটিকে ফেল পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তার প্রতিবাদে বুধবার রাস্তা অবরোধের বসেছে নাগরিক সমাজ। বর্তমানে মেয়েটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার-পরিজনেরা। হিন্দু নাগরিক সমাজের দাবি যতক্ষণ না পর্যন্ত ওসি সাহেব প্রতিশ্রুতি না দেবে ততক্ষণ পর্যন্ত জারি থাকবে আন্দোলন কর্মসূচি। প্রশ্ন উঠছে সভ্য সমাজে দুষ্কৃতিকারীদের বর্বরতা কেন পুলিশ এত নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করছে। নাকি পুলিশ দুষ্কৃতিকারীদের সঙ্গে নিগোজিশিয়ানের মাধ্যমে তাদেরকে ফের পগার পার হতে সাহায্য করেছিল।