জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেটের ব্যথার পাশাপাশি, slimy toilet , টয়লেটের সঙ্গে ঝরছে ব্লাড। সাধারণ মানুষ ভুগছে অজানা রোগের আতঙ্কে | দেড়শ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। দৌড়ঝাঁপ শুরু হয়েছে প্রশাসনের। অজানা রোগের থাবায় বিলোনিয়া মহকুমাতে ছড়িয়েছে তীব্র আতঙ্ক । গভীর উদ্বেগের মধ্যে দিনযাপন করছে সাধারণ মানুষ। শিশু ,মহিলা সহ বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হয়ে পরেছে । দেড়শর ঊর্ধ্বে ছাড়িয়েছে অজানা রোগে আক্রান্তের সংখ্যা । দৌড় ঝাঁপ শুরু হয়ে গেছে জেলা ও মহকুমা প্রশাসনের । ঘুম উড়ে গেছে জেলা ও মহকুমা স্বাস্থ্য দপ্তরের । হিমসিম খেতে হচ্ছে রোগীদের পরিষেবা নিয়ে । তবে জেলা ও মহাকুমা স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আবহাওয়া ভিত্তিক বলে চিকিৎসকরা দাবি করে রোটা ভাইরাস হিসেবে চিহ্নিত করে পরিষেবা দিচ্ছে আক্রান্ত রোগীদের । এর মধ্যে রোগীর মল পরীক্ষা জন্য আগরতলা ল্যাবে পাঠানো সহ মাইছড়া ড্রিংকিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জলের সেমপলও পাঠানো হয়েছে বলে জানা যায় । হঠাৎ করে পেটের ব্যাথার পাশাপাশি বমি, নানা উপসর্গ দেখা দিয়েছে রোগীদের মধ্যে। বিলোনিয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অধীন পূর্ব কলাবাড়িয়া এলাকায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা । বিলোনিয়া মহকুমার হাসপাতাল সহ বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অল্প বিস্তর এই রকম রোগী পরিষেবা নিতে আসছে বলে খবর । সব চাইতে বেশি মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও বিলোনিয়া হাসপাতালে । এছাড়া বড়পাথরী স্বাস্থ্য কেন্দ্রেও কিছু পেটের রোগের অসুস্থ রোগীর হদিশ পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে সোমবার স্বাস্থ্য কর্মীর এক প্রতিনিধি দল মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার পর মঙ্গলবার স্টেট সারভিলেন্স অফিসার ডা: অন্তরা বনিক সহ দক্ষিণ জেলা শাসক , মহকুমা শাসক সহ জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক মাই ছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন । পাশাপাশি মাইসোর ড্রিংকিং ওয়াটার প্লান্ট পরিদর্শন করেন । সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জেলা শাসক সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে । ভয়ের কোন কারণ নেই । নিয়ম মেনে চলুন। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধূয়ে ফেলুন। ত্রিশ মিনিট জল ফুটিয়ে ঠাণ্ডা করে পান করুন। ভয় মুক্ত থাকুন। অযাথা আতঙ্কিত না হওয়ার জন্য মহকুমা বাসীদের কাছে আবেদন রাখেন। তবে যাই হোক এই রোগের প্রাদুর্ভাবকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিলোনিয়া মহকুমার জনগনের মধ্যে। প্রশাসনের তরফ থেকে আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
Leave a Comment