জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজধানী আগরতলার কৃষ্ণনগর এডভাইজার চৌমুহনী এলাকার নাগরিকরা। এলাকার বাসিন্দা রাজদীপ দেববর্মার বাড়িতে আচমকা আগুনের সূত্রপাত। ঘর থেকে কালো ধোয়া বের হতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবরদার দমকল বাহিনীর কর্মীদের। কিন্তু দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই আগুন দ্রুত বিস্তার করতে থাকে। এমনকি ঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে আগুন ভয়ংকর আকার ধারণ করে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও, আগুনের ভয়াবহতা প্রত্যক্ষ করতে পেরে আরো তিনটি দমকল ইঞ্জিন নিয়ে আসা হয় ঘটনাস্থলে। পরে দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে স্বাভাবিকভাবে সাময়িক সময়ের জন্য আতঙ্ক দেখা দেয় গোটা এলাকায়।