জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়ল প্রদেশ কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের উদ্যোগে চলছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার চার বড়জলা বিধানসভা কেন্দ্র এলাকায় অনুষ্ঠিত হলো এক কর্মী সম্মেলন ও সংবর্ধনা সভা। ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মী সম্মেলনে দলের বিভিন্ন শাখা সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বদের দেওয়া হয় সংবর্ধনা। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক জারিতা লাইফলং, কংগ্রেস এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, সাধারণ সম্পাদক পঞ্চম মিশ্র সহ আরো অনেকে। কর্মী সম্মেলনে স্থানীয় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা বলেন, সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। বড়জলা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই কেন্দ্রটি এবার দখল নেওয়ায় কংগ্রেসের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।