অল ইন্ডিয়া বিএসএনএল এমপ্লয়ীজ এসোসিয়েশনের ডাকে ৪ দফা দাবির ভিত্তিতে গণবস্থানে বসলো আগরতলা কামান চৌমুহানিষ্ঠিত বিএসএনএল অফিসের কর্মচারীরা, তাঁদের দাবি ৮ ঘন্টার কাজের সময়সীমা ১২ ঘন্টা না করা, এবং আউটডোর সেলিং এর মেয়াদ ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন না করাসহ নানান দাবি নিয়ে গণঅবস্থানে বসেছে বলে জানান এরা. তারা আরো জানান তাঁদের দাবি যদি না মানা হয় তাহলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান এরা.