জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন বছরের প্রথম দিন থেকে একযোগে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে সভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দেবে বিজেপি দল।শুক্রবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই কর্মসূচিকে সফল রূপায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বক্তা প্রশিক্ষণ কার্যক্রম। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য বাড়ি মহেন্দ্র সিং , বিজেপি উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী , প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস এবং সম্পাদক রতন ঘোষ। এই কর্মসূচি থেকেই দলের নির্বাচনী প্রচারের রণকৌশল ঠিক করা হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।