Site icon janatar kalam

রাজধানীতে কংগ্রেসের শক্তির মহড়া, ইয়ে তো ট্রেলার হে পিকচার আভি বাকি হে : গোপাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইয়ে তো ট্রেলার হে পিকচার আভি বাকি হে, ডাক্তার মানিক সাহা রিটারমেন্টসে জানা পাড়েগা। ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেসই ক্ষমতায় আসবে। কংগ্রেসের লোক জমায়েত দেখে এই মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। নির্বাচনের আগে রাজধানীতে শক্তির মহড়া দিল কংগ্রেস কংগ্রেস ভবন থেকে সুবিশাল একটি মিছিল বের হয়ে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে এক সভায় মিলিত হয়। সভায় কংগ্রেসের জনজোয়ার দেখে নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা সবাই উৎফলিত হয়ে ওঠে। জনজোয়ারে উচ্ছ্বাসিত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে নিশ্চিত করেন। উল্লেখ্য যদিও ২০০৮এবং ২০১৩ বিধানসভা নির্বাচনে এর চেয়েও বেশি জনজোয়ার দেখে কংগ্রেসকে হতাশ হতে হয়েছিল। তখন সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস লড়েছিল। এবারের নির্বাচনে অবশ্য কংগ্রেস সিপিএম চোরি চোরি চুপকে চুপকে। ফলাফল কি হবে ,সেটা কংগ্রেস নেতৃত্বের ওরা ভাল করেই বুঝেছে। কেননা পার্শ্ববর্তী বাঙালি অধ্যুষিত রাজ্যপশ্চিমবঙ্গে এই দুই দলের কি হাল হয়েছে সেটা প্রত্যেকেরই চোখের সামনে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অজয় কুমার বলেন , ত্রিপুরায় বিজেপির উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে , বাইক বাহিনীর উল্টো গণনা শুরু হয়েছে , বিজেপি চাইছে আপনার ছেলে ওলা উবের চালাক, কিন্তু কংগ্রেস চাইছে আপনার ছেলে-মেয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। এই হচ্ছে দুটি দলের মধ্যে ফারাক। এবার আপনারাই চিন্তা করুন কাকে ভোট দেবেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন বলেন, পাঁচ বছর মানুষ তাদের অপশাসন দেখেছে। এখন দলমত নির্বিশেষে এক হয়ে হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেসকে জয়যুক্ত করুন। কংগ্রেস নেতৃবৃন্দ এদিনের সভা ও মিছিল থেকে সমস্ত কংগ্রেস কর্মী-সমর্থকদের একজোট হয়ে নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এদিনের সভায় কংগ্রেস দলে পুনরায় যোগদান করেছে সদ্য পদত্যাগ করা বিজেপি বিধায়ক দিবা চন্দ্র রাঙ্খল ।

Exit mobile version