janatar kalam Home রাজ্য দু-তিন দিনের মধ্যেই সামাজিক ভাতার টাকা পাবে সুবিধাভোগীরা
রাজ্য

দু-তিন দিনের মধ্যেই সামাজিক ভাতার টাকা পাবে সুবিধাভোগীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দুই হাজার টাকা সামাজিক ভাতা হওয়ার পর থেকেই ভাতা পাচ্ছেন না সুবিধাভোগীরা। গত প্রায় দু-তিন মাস ধরে কারও একাউন্টে ভাতার টাকা ঢুকছেনা। ফলে অনেকের মনেই বিক্ষোভ দেখা দিয়েছে। এদিকে ভাতা দিচ্ছে না বলে প্রচার সরগরম করছে বিরোধী রাজনৈতিক দলগুলি।সোমবার ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সাথে এক ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী ঝরনা দেববর্মা। ৭ সদস্য বিশিষ্টপ্রতিনিধি দলকে মন্ত্রী সান্তনা চাকমা জানান , দপ্তরের একটি পোর্টাল পরিবর্তন হওয়ার ফলে ভাতার টাকা রিলিজ করতে কিছুটা বিলম্ব হয়েছে।আগামী দুই-তিন দিনের মধ্যেই সমস্ত সুবিধাভোগীর একাউন্টে ভাতার টাকা পৌঁছে যাবে। তখন বিরোধীদের অপপ্রচার বেমালুম ফ্লপ হয়ে যাবে।

Exit mobile version