জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ির জন্মদিনটি রবিবার রবীন্দ্রভবনে সুশাসন দিবস উদযাপন করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছিল সুশাসন অভিযান। সেই অভিযানের সমাপ্তি হয় রবিবার অটল বিহারী বাজপেয়ির জন্মদিনে। তার স্মৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি ঘরে সুশাসন অভিযানের আনুষ্ঠানিকসমাপ্তি হয় রবিবার রবীন্দ্র শতবার্ষিক ভবনে। এই দিন ছিল প্রয়াত প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ির জন্মদিন। এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। দুদিনের এই সমাপ্তি অনুষ্ঠানে প্রতি ঘরে সুশাসন অভিযানের রিপোর্ট প্রকাশ করা হয়।আমার সরকার ওয়েব পোর্টালের উদ্বোধন এবং লিফলেট প্রকাশ করা হয়। উদ্বোধন করা হয় প্রদর্শনী মন্ডপের। সোমবারও থাকছে কিছু কর্মসূচি। অটল বিহারীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রীর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী , মেয়র দীপক মজুমদার , কারা মন্ত্রী রামপ্রসাদ পাল এবং পর্যটন মন্ত্রী প্রণঞ্জিত সিংহ রায় প্রমূখ।