জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার ব্যাংক গুলিকে সংযুক্তিকরণ এর মাধ্যমে একের পর এক বেসরকারিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় চাকরি হারানোর চিন্তায় ভুগছে ব্যাংক কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করছে ব্যাংক এম্প্লয়িস ফেডারেশন। ফেডারেশনের উদ্যোগে শনিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত হয়েছে ১৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এম্প্লয়িস ফেডারেশনের সর্বভারতীয় সহ-সভাপতি প্রদীপ মুখার্জী।