Site icon janatar kalam

পাঞ্চালি ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন উপ-মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালি ভট্টাচার্য। যদিও ধীরে ধীরে এখন অনেকটাই সুস্থতার দিকে তিনি। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রতিনিয়তই হাসপাতালে ছুটে যাচ্ছেন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা। সোমবার হাসপাতালে গিয়ে শ্রীমতি ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার হাসপাতালে ছুটে গেলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। মঙ্গলবার দুপুরে জিবি হাসপাতালে ছুটে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জায়া পাঞ্চালি ভট্টাচার্যের সাথে কথা বলে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন উপমুখ্যমন্ত্রী।

Exit mobile version