ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে বুধবার উদয়পুর গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে মূলত করোনা সংক্রমণ প্রতিরোধে লক ডাউনের ফলে বন্ধ হয়ে থাকা মাতাবাড়ির পেঁড়া ব্যবসায়ী সমিতির তরফে এখন দোকান খোলার প্রস্তাব কে সামনে রেখে সরকারী নীতি নির্দেশিকা গুলি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শীঘ্রই প্রশাসনের তরফে দোকান খোলার একটি সিদ্ধান্ত নেওয়া সহ মাতাবাড়ির উন্নয়নে পেঁড়া ব্যবসায়ীদের সহযোগিতা ও মতামত এর বিষয়েও আলোচনা হয়েছে। এদিন এই পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক ডাঃ বিশাল কুমার, পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, উপ অধিকর্তা আশিষ দত্ত, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, গোমতী জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্টেট সজল বিশ্বাস, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব নাগ, মাতাবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মাতাবাড়ি পেঁড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক সুব্রত রায় প্রমুখ।