Site icon janatar kalam

ভগিনী নিবেদিতা ছাত্রীবাস পরিদর্শনে গেলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকায় রয়েছে ভগিনী নিবেদিতা ছাত্রীবাসটি পানীয় জল, খাবার থেকে শুরু করে পরিকাঠামগত নানা সমস্যায় ধুঁকছে। গুচ্ছ সমস্যার পাশাপাশি ছাত্রীবাসের সুপারের বিরুদ্ধেও রয়েছে ক্ষুব্ধ ছাত্রীদের নানাহ অভিযোগ। সম্প্রতি তারা একগুচ্ছ অভিযোগ নিয়ে সমস্যা সমাধানের দাবিতে দারস্ত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেই ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখতে এবার এই ভগিনী নিবেদিতা ছাত্রীবাস পরিদর্শনে গেলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। শনিবার সকালে দফতরের আধিকারিকদের সাথে নিয়ে মন্ত্রী শ্রীদাস ছুটে যান এই ছাত্রীবাসে। ছাত্রীবাসের বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। ছাত্রীবাসটির যা অবস্থা তা নিজের চোখে প্রত্যক্ষ করে অনেকটাই ক্ষুব্ধ মন্ত্রী শ্রীদাস। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে ছাত্রীরা তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন। শুধু তাই নয়, ছাত্রীবাসের সুপারের বিরুদ্ধে মন্ত্রীর কাছে নানা নালিশও জানান ছাত্রীরা। ছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে মন্ত্রী কথা বলেন সুপারের সাথেও।

Exit mobile version