জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে সামনে রেখে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে একদিকে যেমন রয়েছে স্বচ্ছতা অভিযান, ঠিক তেমনি আবার পরিবেশকে স্বচ্ছ করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিও। শনিবার সকালে এমনটাই দেখা গেল আগরতলা চন্দ্রপুর এলাকায়। শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রপুর বাঁধের উপর তৈরি পার্কে এদিন স্বচ্ছতার প্রশ্নে বৃক্ষ রোপন করলেন মেয়র দীপক মজুমদার। একই সাথে সাফাই অভিযান করা হয় চন্দ্রপুর, আশ্রম চৌমুহনী,মঠ চৌমুহনি এলাকায়। এই বৃক্ষরোপণ ও সাফাই অভিযান কর্মসূচিতে ছিলেন 23 নং ওয়ার্ডের কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য মজুমদার ২৫ নং ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ, কর্পোরেটর সুখময় সাহা বিজেপি মন্ডল সভাপতি দীপক কর সহ আরো বিশিষ্টজনেরা।