Site icon janatar kalam

আগরতলাকে স্বচ্ছতা রাখার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে প্রশাসনিক ভাবে ছাড়াও শাসক দল বিজেপির উদ্যোগে চলছে এখন জোরদার প্রস্তুতি। শাসক দল সিদ্ধান্ত নেয় আগরতলাকে স্বচ্ছতা রাখার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। তাই দলীয় উদ্যোগে আগরতলা পৌর নিগম এলাকায় চলছে এখন স্বচ্ছতা অভিযান। আর এই অভিযানে সামিল হচ্ছেন দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রী, জনপ্রতিনিধি ও দলীয় কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে আগরতলা-মহারাজগঞ্জ বাজারস্থিত রামঠাকুর সংঘ এলাকায় স্বচ্ছতা অভিযানে সামিল হলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য ছাড়াও এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন বিজেপি বনমালীপুর মন্ডল সভাপতি দীপক কর, স্থানীয় কর্পোরেটরসহ প্রচুরসংখ্যক দলীয় কর্মী সমর্থক।

Exit mobile version