Site icon janatar kalam

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন উদ্বোধন আর শিলান্যাসের পালা। প্রায় প্রতিদিনই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে নানা উন্নয়নমূলক কর্ম যজ্ঞের সূচনা করছেন। মূলত ভোটকে সামনে রেখে জনগণের মন জয় করার লক্ষ্যেই প্রশাসনিকভাবে এই ধরনের উদ্যোগ। শুক্রবার ফের আরো একবার এমনটা দেখা গেল গোমতি জেলার টেপানিয়া জেলা হাসপাতালে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক। এদিন এই সেন্টারের আনুষ্ঠানিক সূচনার পর মুখ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডগুলি পরিদর্শন করে হাসপাতালে দায়িত্ব থাকা সমস্ত ডাক্তার ও নার্সদের সাথে। প্রত্যেককেই তিনি
পরামর্শ দেন হাসপাতালে পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। হাসপাতালে এই ট্রমা সেন্টারের বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে খুশি মুখ্যমন্ত্রী।

Exit mobile version