Site icon janatar kalam

ভারতীয় সেনাবাহিনীর আত্মবলিদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতার মুক্তির স্বাদ পেয়েছিল : মনোজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় সেনাবাহিনীর গৌরবগাঁথা স্মৃতিকে স্মরন করা হল যথাযোগ্য মর্যাদায়। রাজধানী আগরতলার এলবার্ট এক্কা পার্কে সেই বীর সেনানীদের স্মৃতিসৌধে জানানো হল শ্রদ্ধা। এলবার্ট এক্কার প্রতিকৃতিতে ফুল মালায় জানানোও হল আন্তরিক শ্রদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্য সরকারী আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সামনে এই কর্মসূচী নিয়ে কথা বলতে গিয়ে জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা দেশের মুক্তি যুদ্ধে ঐতিহাসিক বিজয় হাসিল করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর বীর সেনানীরা। তাদের আত্মবলিদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতার মুক্তির স্বাদ পেয়েছিল।

Exit mobile version