Site icon janatar kalam

রাজ্যে স্বচ্ছতার লড়াই চলছে :জিষ্ণু দেব বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে লড়াই আন্দোলন বলতে শুধু ঝান্ডা ডান্ডা এইসব নিয়ে লড়াই করতে পকেটে ভরত। বর্তমানে লড়াই আন্দোলন বলতে গৃহ নির্মাণের লড়াই, টয়লেট নির্মাণ এর লড়াই, আর এখন শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের লড়াই। স্বচ্ছ ভারত অভিযানের লড়াই করে গোটা রাজ্য স্বচ্ছতায় পরিণত করতে চাইছে সরকার। শুক্রবার রাজধানীর শ্রীশ্রী ভোলানন্দ আশ্রমে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে কথাগুলো বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। শ্রী দেব বর্মন আরও বলেন , এখন আর মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য লড়াই করতে হয় না। সরকার চাইছে স্বচ্ছতার লড়াই করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে। তার জন্য সমাজের সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

Exit mobile version