Site icon janatar kalam

১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাত ধরে রাজ্যে চালু হচ্ছে ডেন্টাল কলেজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ইতিহাসে আরেকটি নতুন পালক যুক্ত হল।২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হবে ডেন্টাল কলেজের পঠন পাঠন। ১৮ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের একমাত্র ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই আগরতলার আইজিএম হাসপাতালের নতুন বিল্ডিং গুলিতে শুরু হবে ডেন্টাল কলেজ। সেপ্টেম্বর মাস থেকে নিট পরীক্ষার মাধ্যমে মোট ৫ জন ছাত্র-ছাত্রী ডেন্টাল পড়ার সুযোগ পাবে। ৫০ টি আসনের মধ্যে ১৫ টি আসন বরাদ্দ থাকবে সর্বভারতীয় স্তরের জন্য।বাকি কিছু আসন উত্তর-পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যের ডেন্টাল কলেজ নেই সেই রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হবে। সর্ব মোট ২৫টি আসন পাবে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা। আপাতত সাড়ে চার বছরের কোর্স চালু হবে নতুন এই ডেন্টাল কলেজে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক বৈঠক এর বিস্তারিত তথ্য তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। ১৮ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেন্টাল কলেজের আনুষ্ঠানিক সূচনা করবেন। তার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকার।এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা রাজ্যে ডেন্টাল কলেজের অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্সুখ মান্ডিয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব জে. কে সিনহা।

Exit mobile version