Site icon janatar kalam

ঘরে সুশাসন মেলার মূল লক্ষ্য রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসনের সুফল পৌঁছে দেওয়া : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক প্রতি ঘরে সুশাসন মেলার শুভ উদ্বোধন হয় বুধবার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী রামপ্রসাদ পাল মহোদয়ের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে উদ্বোধন হয় প্রতি ঘরে সুশাসন মেলার। এদিন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসনের সুফল পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে সামনে নিয়েই প্রতি ঘরে সুশাসন অভিযান শুরু করেছে রাজ্য সরকার। আমাদের সরকার ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে, বিভিন্ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। বাকি কাজ দ্রুত শেষ করতে মিশন মুডে অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিন উপলক্ষে চালু করা এই প্রতি ঘরে সুশাসন অভিযানের মূল লক্ষ্য হল কেন্দ্র ও রাজ্য সরকারের কল্যাণমূলক পরিকল্পনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা বলেন তিনি। আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগারওয়াল,ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ত্রিপুরা সরকারের পরিবার-কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার রাধা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Exit mobile version