Site icon janatar kalam

নায্য পাওনার দাবী ও বেতন বৃদ্ধির দাবিতে অনির্দষ্ট কালের জন্য ধর্মঘটে বসল সাফাই কর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নায্য পাওনার দাবী ও বেতন বৃদ্ধির দাবিতে অনির্দষ্ট কালের জন্য ধর্মঘটে বসল শান্তির বাজার জেলা হাসাপাতালের সাফাই কর্মীরা। এই জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এন এ বি এস কোম্পানি থেকে এই এলাকা থেকেই বেশ কিছু সংখ্যক মহিলা পুরুষ নিয়োগ করা হয়। বর্তমানে জেলা হাসাপাতলে দুইজন পুরুষ ও ১১ জন মহিলা কর্মী এই কাজের সাথে যুক্ত রয়েছে। সাফাই কর্মীদের অভিযোগ কাগজেপত্রে তাদের নায্য বেতন ১০ হাজার টাকার উপর থাকলেও দীর্ঘ অনেক বছর ধরে তাদেরকে ৪ হাজার টাকা করে দেওয়া হতো। বিগত ১ বছর আগে তাদের বেতন ১ হাজার টাকা বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা হয়েছে। এই সাফাই কর্মীদের দাবী এই টাকা দিয়ে তাদের পরিবার চালান সম্ভব হচ্ছে না। কাগজেপত্রে যা রয়েছে সেই অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। অপরদিকে কাজে যুক্ত হবার সময় বলা হয়েছে প্রত্যেক বছর বেতন বৃদ্ধি করা হবে, যা এখনো পর্যন্ত করা হয়নি। তারা আরো জানান তাদের মাসিক যে বেতন দেওয়া হচ্ছে রেগার কাজের মুজুরী এর থেকেও বেশী।তারা এও জানান, যে পরিমানে কর্মী রয়েছে তা দিয়ে জেলা হাসাপাতালে তিন সিপ্টে ডিওটি করা সম্ভব নয়।পুরুষ দুইজন শুধুমাত্র দিনের বেলায় কাজ করে। ৪ জন মহিলা প্রায় সময় অপরেশন থিয়েটারের কাজে নিযুক্ত থাকে। বাকিদের দিয়ে সম্পূর্ন জেলা হাসাপাতলে সঠিকভাবে কাজ করা সম্ভব হয়ে উঠেনা। তাই জেলাহাসাপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কর্মী নিয়োগ করা প্রয়োজন।এই সকল দাবীর ভিত্তিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে বসলেন জেলা হাসপাতালের সাফাই কর্মীরা শান্তির বাজার জেলা হাসপাতাল প্রাঙ্গনে তারা এই ধর্মঘটে বসে। এই কর্মীরা এদিন হুঁশিয়ারি বার্তা দেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই ধর্মঘট।এদিকে সাফাই কর্মীরা এভাবে কাজ বন্ধ রাখলে শান্তির বাজার জেলা হাসপাতাল নোংরা আবর্জনা ও দুর্ঘন্ধে ভরে যাবে, তা আর বলার অপেক্ষা থাকেনা। এখন দেখার বিষয় স্বাস্থ্যদপ্তর এই বিষয়ে কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Exit mobile version