জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপরা মথা আঞ্চলিক দল আর উপজাতি ভিত্তিক রইল না। সমস্ত সম্প্রদায় ও বাঙালি জাতি গোষ্ঠীর জন্য নতুন শাখার ঘোষণা দিলেন মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিপরা সিটিজেনস ফেডারেশন নামে এই শাখা সংগঠন এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তাপস দে কে। এই সংগঠনে বাঙালি হিন্দু. মুসলিম দলিত, ওবিসি, চা শ্রমিক সমস্ত জনগোষ্ঠীর লোকজন এই প্লাটফর্মে থেকে নিজেদের অধিকার রক্ষা করতে পারবে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিপরা মথা দল রাজ্যের ৬০ টি বিধানসভার আসন এর মধ্যে ৪৫ থেকে ৫০ টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। রবিবার রাজবাড়ীতে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন,তিপরা মথা দল আর উপজাতি ভিত্তিক রইল না। সাম্প্রদায়িক দল বলে যারা জিগির তুলেছিল তারা এখন ঠিক উত্তর পেয়ে যাবে।