জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের ১১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার।রাজধানীর ঝুনুদাস ভবনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ফেডারেশনের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এন রাজা সহ ত্রিপুরা রাজ্যের অন্যান্য নেতৃত্বরা। এদিন এন রাজা বিজেপি সরকারের আমলে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আহ্বান জানান নারীনেত্রীদের কাছে।