জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে সন্ত্রাসের আশ্রয়ে কলঙ্কিত করে রাখা দক্ষিণ জেলায় বর্তমানে, স্পেশাল ইকোনোমিক জোন, মৈত্রী সেতু সহ একাধিক উন্নয়ন যজ্ঞ রূপায়িত হচ্ছে। সামাজিক ভাতায় ২০০০ টাকার অর্থরাশি, সহায়ক মূল্যে ধান ক্রয় সহ গুচ্ছ ইতিবাচক পদক্ষেপের ফলে, গ্রামীণ অর্থনীতি ও সর্বাঙ্গীন বিকাশ সর্বত্র প্রতিফলিত।বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত দক্ষিণ সোনাইছড়িতে ভারতীয় জনতা পার্টির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেব আরও বলেন ,ভাবী প্রজন্মের সুন্দর ও সমৃদ্ধশালী আগামীর জন্য মোদীজিই আস্থার কেন্দ্র। যাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে, তারাই মানুষকে বিভ্রান্ত করে সমৃদ্ধ আগামীর অসার স্বপ্ন দেখানোর অপপ্রয়াস চালাচ্ছে। সভায় বিভিন্ন দল থেকে আগতদের নাগরিকদের বরণ করে নেন সাংসদ বিপ্লব কুমার দেব।