জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকুরীর ব্যবস্থা করা, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সংঘটিত করা সহ রাজ্যস্তরীয় ছয় দফা এবং স্থানীয় কিছু দাবি নিয়ে গত ২৬ শে নভেম্বর থেকে সারা রাজ্য জুড়ে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছে বামপন্থী ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ফেডারেশন তথা এস এফ আই। যে কর্মসূচি চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। সংগঠনের রাজ্য কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সদরের মহকুমা শাসকের কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করল সংগঠনের সদর বিভাগীয় কমিটি। বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দের নেতৃত্বে ছয়জনের প্রতিনিধি দল এদিন সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয়।